Sunday, September 24, 2023
Homeজামালপুরজামালপুরে পুলিশ সুপারের নির্দেশে ভেঙ্গে দেওয়া হলো হাউজির মঞ্চ

জামালপুরে পুলিশ সুপারের নির্দেশে ভেঙ্গে দেওয়া হলো হাউজির মঞ্চ

নিজস্ব প্রতিনিধি : জামালপুরে ১৯ই ফেব্রুয়ারি থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম মাঠে মাসব্যাপি শুরু হয়েছে পৌর ফাল্গুন মেলা। এই মেলায় গত ১৪ই মার্চ রাতে উদ্বোধন করা হয়েছিল হাউজি নামের জুয়া। বিষয়টি জামালপুরের পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ জানতে পেরে ১৫ই মার্চ সকালে মেলায় নিজে উপস্থিত থেকে হাউজির মঞ্চ ভেঙ্গে দেন তিনি এছাড়া হাউজি মঞ্চে ব্যবহৃত চেয়ারটেবিল জব্দ করার নির্দেশ দেন। এ সময় তার সাথে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। এ বিষয়ে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় জানান, মেলার অনুমতি নির্দেশনায় হাউজি জুয়া চলবে না শর্ত উল্লেখ্য করা হয়েছে। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন মেলায় হাউজি খেলার কোনো অনুমতি নেই। মেলায় হাউজি চলছে এই তথ্য জানতে পেরে আজ হাউজির প্যান্ডেল ভেঙ্গে দেওয়া হয়েছে একইসঙ্গে জব্দ করা হয়েছে হাউজি খেলার সরঞ্জামাদি। তিনি আরও জানান মেলায় হাউজিসহ সব ধরনের জুয়া খেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments