নিজস্ব সংবাদদাতা : “তারুণ্যের উৎসব” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১৩ জানুয়ারি সকাল ১১ টায় দিকে জিলা স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় ৪ টি দল অংশগ্রহণ করে। প্রথমে (বালিকা) উত্তর আড়ংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় (বালক) পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বানারেরপার সরকারি প্রাথমিক। জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং খেলার উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, তোমরা কি সাবিনা আর মুন্নার নাম শুনেছ? তারা এতবড় কৃতিত্ব নিয়ে এসেছে আমাদের দেশের জন্য। ভালো ফুটবলার হতে হলে, ভালো ফুটবলারদের নাম জানতে হবে। তা হলে তোমরা ভালো ফুটবলার হতে পারবে। তিনি আরও বলেন, বাংলাদেশের ভালো ফুটবলার হচ্ছে সাবিনা আর মুন্না। এদের মতো ভালো ফুটবলারদের নাম জানতে হবে। তা হলে তোমরা একদিন সাবিনা ও মুন্না হতে পারবে। জিন্নাত শহীদ পিংকি বলেন, আমাদের নারী ফুটবলারদের অর্জন অনেক বেশি। তারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে। তাদেরকে আমরা ঠিক মতো নার্চার করতে পারি নাই। খেলায় হারজিত থাকবে। কেউ কাউকে ইচ্ছাকৃত আঘাত না করে ফুটবল খেলার আহবান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন প্রমুখ। খেলায় বালক বানারের পার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা উত্তর আড়ংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে পীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।বালিকা দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সানজিদা এবং বালক দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শাকিব। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলের খেলোয়াড়দের রানারআপ ট্রফি তুলে দেন।খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করে সাইদুর রহমান পল। ৪০ মিনিট করে, ৮০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন বালক-বালিকা এই দুইটি দল জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
Related Posts
জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু
- AJ Desk
- January 16, 2025
নিজস্ব সংবাদদাতা : জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। গত মঙ্গলবার ১৪ জানুয়ারি […]
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র কাদের সেখ বরখাস্ত
- AJ Desk
- May 1, 2024
আসমাউল আসিফ : জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন। […]
দুর্বৃত্তদের আগুনে ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই
- AJ Desk
- August 13, 2024
ইসলামপুর সংবাদদাতা ; জামালপুরের ইসলামপুরের বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দূর্বৃত্তদের দেওয়া আগুনে […]