Thursday, March 23, 2023
Homeজামালপুরজামালপুরে ফের বাড়ছে যমুনার পানি

জামালপুরে ফের বাড়ছে যমুনার পানি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুরে ফের বাড়তে শুরু করেছে যমুনার পানি। এতে প্লাবিত হয়েছে ইসলামপুর উপজেলার ছয় ইউনিয়ন। এছাড়াও জেলার সরিষাবাড়ী উপজেলার যমুনা বাম তীর সংরক্ষণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী পাড়ের বাসিন্দারা।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক আব্দুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র নদীর পানি এখনও বৃদ্ধি পায়নি।

স্থানীয়রা জানায়, সরিষাবাড়ী উপজেলার পিংনা উত্তরপাড়া এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের অন্তত ২০ মিটারে ধস দেখা দিয়েছে। বাঁধে ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। বাধটি ভেঙে গেলে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে।

স্থানীয়দের মধ্যে ব্যবসায়ী রনজু মিয়া, আনিছুর রহমান ও আজহারুল ইসলাম জানান, বাঁধ ভেঙে গেলে মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। শতশত বিঘা জমি পানিতে তলিয়ে যাবে।

পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে নদীর বামতীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বাধ রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা উচিৎ। তা না হলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, বিষয়টি শুনে জায়গাটি পরিদর্শন করি। পানি কমলে বাম বাঁধটি মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments