জামালপুর : জামালপুরে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপি।
রবিবার (১ জানুয়ারি) সকালে শহরের পলাশগড়ে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণের মাধ্যমে এ বই উৎসব শুরু হয়।
বই উৎসব শুরুর আগে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছরোয়ার হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৫০ হাজার শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই উঠবে।