Monday, April 22, 2024
Homeজামালপুরজামালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আসমাউল আসিফ : জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক মো: শফিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো: কামরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরপর জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধঞ্জলি অর্পন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Most Popular

Recent Comments