Saturday, April 1, 2023
Homeজামালপুরজামালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত 

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযোগ্য মর্যাদায় জামালপুরে তাঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থাপিত ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও পরে ১ মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

এ সময় জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা মহিলা আওয়ামী লী, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবমহিলা লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা জানান।

এদিকে সকাল ৯টার দিকে জেলা পরিষদ চত্বরে জাতির পিতার স্থাপিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

এদিকে জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments