নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন হোক রঙিন’ এই আওয়াজের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করে জামালপুর শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। ১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় কেক কেটে ও বেলুন উড়িয়ে বহুমাত্রিক অনুষ্ঠানের আয়োজনের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোর্শেদা জামান, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ শিবলী সাদিক, ঢাকা সমাজসেবা অধিদপ্তর থেকে আগত উপপরিচালক আয়ুব খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর লিপি আক্তার ও নাসরিন বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে শিশুরা নৃত্য, গান, আবৃত্তিসহ বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক বিষয় পরিবেশন করে।