Wednesday, April 24, 2024
Homeজামালপুরজামালপুরে বন্ড শো রুমের উদ্বোধন

জামালপুরে বন্ড শো রুমের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে তৈরির পোশাকের শো রুম উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার ১৪অক্টোবর বিকেলে জামালপুর শহরের বকুল তলায় তৈরি পোশাক শো রুম বন্ডের আয়োজনে এক অনুষ্ঠানে নায়িকা অপু বিশ্বাস ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় সড়কের দুই পাশে চিত্র নায়িকা অপুকে দেখতে তার ভক্তরা ভীড় জমায়।পরে সড়কের পাশে একটি মঞ্চে উঠে উচ্ছুক জনতার উদ্দেশ্য হাত নেড়ে অভিনন্দন জানান। এসময় অপু বিশ্বাস বলেন, ফ্যাশন জগতে বন্ড একটি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড। এখানে বর্তমান সময়ের সব ধরনের আধুনিক রুচিশীল পোশাক ও একি ছাদের নিচে সব বয়সের তৈরি পোশাক রয়েছে। তুলনামুলা দাম কম থাকায় সকলের ক্রয় সীমার মধ্যে বয়েছে। এবং সামনে পূজা উপলক্ষে সব ধরনের পোশাকে বিশেষ ছাড় দেয়া হযেছে। অপু বলেন প্রিয় ব্র্যান্ড বন্ড আশা করছি জামালপুরের সকল মানুষ এখানে ঘুরে যাবেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেযারম্যান রবিউর ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো: মিজান, জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments