জামালপুরের ইসলামপুরে বাড়ির আঙিনায় বন্যার পানিতে ডুবে আরিফা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুন) সকালে উপজেলার চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বামনা ঘোনাপাড়া গ্রামে মুছু মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আলম মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, পাহাড়ি ঢলে কয়েকদিনে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ প্লাবনে অনেকের বাড়ির উঠোন ও আঙিনায় পানি প্রবেশ করে। বন্যায় আরিফাদের বাড়ির আশপাশেও পানি আসে। এ পানিতে আরিফা গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তার মরদেহ পানি থেকে উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় গুঠাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মিয়া বলেন, বন্যার পানিতে খেলতে গিয়ে সকালে শিশুটি মারা যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।