Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা : ‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরে পালিত হয় বাংলা ইশারা ভাষা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা সমাজ সেবা কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন উপপরিচালক রাজু আহমেদ।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্যদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মতর্কা কাউসার আহমেদ, বাক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক রীনা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে দশ জন প্রতিবন্ধী সদস্যদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া। উল্লেখ ২০০৯ সালে ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ ফেব্র“য়ারি ‘বাংলায় ইশারা ভাষা দিবস’ ঘোষণা করেন। জানা যায় বাংলাদেশে ৩০ লক্ষাধীক মানুষ কানে শোনে না এবং কথা বলতে পারে না। যাদেরকে বলা হয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তি। জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক নির্দেশনায় সারাদেশে বাক ও শ্রবণ প্রতিবন্ধীসহ বিশেষভাবে সক্ষম জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় জামালপুরে কাজ করা হচ্ছে। আমরা এদেরকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে পারলে সার্বিক উন্নয়ন বেগবান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments