Saturday, April 1, 2023
Homeজামালপুরজামালপুরে বালুবাহী নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ

জামালপুরে বালুবাহী নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে বালিবাহী নৌকা ডুবে সাহেব আলী (৪৫) ও হুমায়ুন খান (৪০) নামে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। নৌকায় থাকা বাকি ৭জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে নৌ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

রবিবার (৫ জুন) সকাল ১১ টার দিকে বালিবাহী একটি নৌকা ইসলামপুরের টিনেরচর এলাকায় যমুনা নদীতে ডুবে যায়। বালিবাহী নৌকাটি উপজেলার পার্থশী ইউনিয়নের মোরাদাবাদঘাট এলাকার দিকে আসছিল।

নিখোঁজ সাহেব আলী ইসলামপুরের শশারিয়াবাড়ি গ্রামের বকুল মিয়ার ছেলে এবং হুমায়ুন একই গ্রামের বাদশা খানের ছেলে।

ঘটনা নিশ্চিত করে ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, যমুনা নদীর টিনের চর এলাকায় বেলা ১১টার দিকে একটি বালিবাহী নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকায় থাকা ৯ জন শ্রমিকের মধ্যে ৭ জন তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ, নৌ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করেছে।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খাইরুল ইসলাম জানান, কোথায় নৌকাটি ডুবে গেছে তারা সঠিকভাবে শনাক্ত করতে পারেনি। তাই খুঁজতে দেরি হচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments