Sunday, October 1, 2023
Homeজামালপুরজামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিৃয়ার মুক্তি এবং ১০ দফা দাবিতে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি। শনিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন।
বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে এই সরকারের কাছে কোন আবেদন-নিবেদন করে লাভ হবেনা। রমযানের ঈদের পরই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।
অবস্থান কর্মসূচিতে জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments