নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা বিরোধী দালাল বদর, রাজাকারের দোসর, বিএনপি-জামায়াতের মদদপুষ্ট জঙ্গিবাদের উত্থান এবং দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যমুনা সার কারখানা এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তারাকান্দি গেটপাড় চত্বর থেকে বের হয়ে কান্দারপাড়া বাজার যমুনা সার কারখানা গেট পদক্ষিণ শেষে পুনরায় গেটপাড় চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডাঃ শাহানশাহ, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমূখ। এসময় বক্তারা বিজয়ের মাসে বিএনপি জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকার ঘোষণা দেন। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ যুবলীগসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।