Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুরে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উন্নয়ন সংঘ চ্যাম্পিয়ন

জামালপুরে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উন্নয়ন সংঘ চ্যাম্পিয়ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে জামালপুরে ‘বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৫ ফেব্রুয়ারি। খেলায় বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবালসহ সংস্থার অন্যান্য কর্মী এবং টিটিসি ও ডিইএমইর প্রতিনিধিরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ১০ হাজার টাকা প্রাইজমানি, ট্রফি ও রানার্স আপ দলকে পাঁচ হাজার টাকা নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়।

উন্নয়ন সংঘের হয়ে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নাজমুল হাসান ও অবসান। অতিরিক্ত খেলোয়ার হিসেবে ছিলেন আরজু মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দলের হয়ে খেলেন ছানোয়ার হোসেন ও মাহমুদুল হাসান। খেলায় ২-১ রাউন্ডে জয় লাভ করে উন্নয়ন সংঘ দল।

উল্লেখ টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। ১৫ ফেব্রুয়ারি খেলাটি শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments