আ. জা. ডেক্স:
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে শিক্কু মিয়া (৪০) বলে স্থানীয়রা দাবি করলেও বিএসএফ বলছে, মৃতদেহটি শিক্কু বা অন্য কোনো বাংলাদেশির নয়। গতকাল সোমবার সকাল থেকে বাংলাদেশিকে গুলি করে হত্যার কথা শুনে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠক করে। এ বৈঠকে বিএসএফ জানায় যে মৃতদেহটি কোনো বাংলাদেশির নয়। ফলে ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে গেছে। গতকাল সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর গুলিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৮৮ এ সংলগ্ন ভারতের ফুরাংপাড়া নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটে। এদিকে, শিক্কুর নামে বকশীগঞ্জ থানায় দু’টি ও শেরপুর জেলার শ্রীবরদীতেও একটি মামলা রয়েছে। তার বাড়িতে গিয়ে শিক্কুর কোনো হদিস পাওয়া যায়নি। আর এ ব্যাপারে তার স্বজনরাও কিছু বলছেন না। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, সকালে স্থানীয়রা মৃতদেহটি কামালপুর ইউনিয়নের শিক্কু মিয়ার কথা বললেও বিজিবির পক্ষ থেকে মৃতদেহটি শিক্কু মিয়ার নয় বলে জানানো হয়।