আ.জা. ডেক্স:
জামালপুর সদর উপজেলার খলিশাকুঁড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুসলিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরে বাড়ির কাছে অটোরিকশা চার্জের গ্যারেজে রাখা ঠেলাগাড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হন তিনি।
প্রতিবেশীরা মুসলিমকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মুসলিম খলিশা কুঁড়ি গ্রামের আনিসুর রহমানের একমাত্র ছেলে।
শরিফপুর ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম সোবাহানী লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মুসলিম এক বছর আগে বিয়ে করেন।