জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও নাতির মৃত্যু হয়েছে।
উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, তার ইউপির কান্দারপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মজিবর রহমান (৫৮) ও তার নাতি আলামিন কাউসার (৪)।
ইউপি চেয়ারম্যান বলেন, বেলা সাড়ে ১১টায় মজিবর তার নাতিকে নিয়ে ফসলের মাঠে যান। আমন ধানের জমির আইল দিয়ে হাঁটার সময় সেচ পাম্পের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যুর খবর তিনি শুনেছেন।