Thursday, June 8, 2023
Homeজামালপুরজামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর শহরের চাকদহ এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জাহিদ ওই এলাকার সাবেক মহিলা কাউন্সিলর জয়নব বেগমের ছেলে।

আহত মো. জনি চাকদহ সরদারবাড়ি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চুক্তিতে পৌর শহরের স্ট্রিট লাইটের খুঁটি স্থাপনের কাজ নেয় জাহিদরা। প্রতিদিনের মতো বুধবার খুঁটি স্থাপনের কাজে যায় জাহিদ, কিন্তু সেদিন বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ না করেই খুঁটি স্থানান্তর করতে থাকে। স্থানান্তরের এক পর্যায়ে মূল লাইনের এইচটি ১১ কেভি তারের উপর খুঁটি পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে যায় জাহিদ।

পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments