Sunday, September 24, 2023
Homeজাতীয়জামালপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

জামালপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আমিনুল ইসলাম বুলু, স্পেশাল করেসপন্ডেন্ট : জামালপুরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনাবৃষ্টি আর আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। ক্রমশ নামছে পানির স্তর। তাপের প্রকোপ থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার সকালে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন কয়েকশ মুসল্লি।

নামাজ ও দোয়া পরিচালনা করেন জামালপুর বড় মসজিদের ইমাম ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম মাওলানা মুফতি আব্দুল্লাহ।

জামালপুর ইত্তেফাকুল উলামা এ নামাজের আয়োজন করেন।

নামাজ শেষে কান্নারত অবস্থায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য মোনাজাত করেন মুসল্লিরা।

মুসল্লিরা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমাদের জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। তাপপ্রবাহ থেকে মুক্তির ও বৃষ্টির জন্য আজ আমরা নামাজ আদায় ও মোনাজাত করেছি।

নামাজে অংশ নেওয়া মাওলানা আসাদুজ্জামান বলেন, অনাবৃষ্টি ও তীব্র রোদে অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে মানুষকে। আমাদের বলার ভাষা নেই। আমরা বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করলাম। বৃষ্টি হওয়ার জন্য দোয়া করলাম। আল্লাহ পরম দয়ালু। নিশ্চয়ই তিনি বান্দার ওপর রহমত করবেন। আমীন।

এ বিষয়ে মুফতি হারুন অর রশীদ বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর এ চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখার বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments