Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুরে বৃষ্টির বিশেষ নামাজ অনুষ্ঠিত

জামালপুরে বৃষ্টির বিশেষ নামাজ অনুষ্ঠিত

তানভীর আহমেদ হীরা : জামালপুরে চলমান তীব্র তাপদাহে জনজীবন চরম অতিষ্ট হয়ে পড়েছে। তাই বৃষ্টি কামনা করে বিশেষ নামাজ আদায় করেছেন শত শত ধমপ্র্রান মুসল্লিরা। ইসলাম ধর্ম অনুযায়ী, ‘ইস্তিস্কার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়ে থাকে।
গত বৃহস্পতিবার ৮জুন সকাল সাড়ে দশটায় শহরের পাথালিয়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইত্তেফাকুল উলামা জামালপুর শাখার উদ্যোগে পৌরসভার সার্বিক সহযোগিতায় বৃষ্টি কামনা করে ইস্তিসকার বিশেষ নামাজ শেষে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়েছে ।
এই সময় সাধারন ধর্মপ্রান মুসল্লিদের কাতারে নামাজ আদায় করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড, মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ,পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাধারন সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন,ইত্তেফাকুল উলামায়ের জামালপুর শাখা সভাপতি মুফতি শামস উদ্দিন,সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী খান প্রমুখ। এই বিশেষ নামাজ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। নামাজে অংশগ্রহন করা মুসল্লীরা জানান, জামালপুর সহ সারা দেশে প্রচন্ড তাপদাহে মানুষ চরম দুর্বিষহ হয়ে পরেছে। তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের কর্মক্ষম হ্রাস পাচ্ছে। মাঠে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সে জন্য আমরা মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের অন্যায়ের ক্ষমা ও বৃষ্টি চেয়ে দোয়া প্রার্থনা করেছি।স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, প্রচন্ড গরমে স্কুলে পড়াশোনা করা আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করছি। পৌরসভার মেয়র,আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু বলেন,মানুষের পাপ বেশি হলে মহান সৃষ্টি কর্তা আজাব দিয়ে মানুষকে পরীক্ষা করে। এই প্রচন্ড গরমে জনজীবন চরম দুর্ভোগে থাকায়, এই সংকট পরিত্রাণের জন্য পৌরসভার সহযোগিতায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইস্তিস্কার নামাজ আদায়ে ব্যবস্থা করেছি। এই জন্য প্রচার প্রচারণাও করা হয়েছে। আশা করি মহান আল্লাহপাকের রহমতে সহসায় বৃষ্টি বর্ষণে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments