নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাসুরসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়ে আদালত। গতকাল সোমবার দুপুরে সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডসহ এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নিহতের ভাসুর রবিউল কাশেম (৪৮), মো. আমিনুর (৩৫) এবং রবিউলের ছেলে নিক্সন (২৫)। নিহত শাহিদা আক্তার মাদারগঞ্জের ভেলামারী গ্রামের মজিবর রহমানের মেয়ে এবং একই গ্রামের আবদুস সালামের ছেলে সৌদি প্রবাসী শাহিন মিয়ার স্ত্রী। রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১০ সালের ২০ জানুয়ারি প্রবাসী স্বামীর পাঠানো টাকা বণ্টন নিয়ে বিবাদের জেরে শাহিদা আক্তারকে রবিউল, আমিনুর এবং নিক্সন শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রবিউল, আমিনুর এবং নিক্সনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডিত করে। রায় প্রদানের সময় আসামি দুই ভাসুর আদালতে উপস্থিত ছিলেন। তবে নিক্সন পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষে ছিলেন মুহাম্মদ বাকী বিল্লাহ।