Saturday, April 1, 2023
Homeজামালপুরজামালপুরে ভাষা সৈনিক অধ্যক্ষ সুজায়েত আলি মিঞা স্মরণ সভা অনুষ্ঠিত

জামালপুরে ভাষা সৈনিক অধ্যক্ষ সুজায়েত আলি মিঞা স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : তুমি রবে নীরবে, অন্তরে মম। জামালপুরের বিশিষ্ট ভাষা সৈনিক অধ্যক্ষ সুজায়েত আলী মিয়া স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ২৮ জানুয়ারি বিকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে অধ্যক্ষ সুজায়েত আলী মিয়া স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্বরণ সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অধ্যক্ষ সুজায়েত আলী মিয়া স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর মাসুম আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও স্কাউটস সভাপতি আবুল কালাম আজাদ, সরকারি আশেক মাহমুদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও গ্লোবাল পিস মেকার নির্বাহী পরিচালক ডঃ মোঃ শহিদুজ্জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ডঃ সেলিমা আখতার, অধ্যক্ষ সুজাযেত আলী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আকবর ফকির, জামালপুর বার কাউন্সিলের সাবেক সভাপতি এডভোকেট জাহিদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, ফোকাল পার্সন ও এপিসি ইএসডিও হাসান জামান টুটুল উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, অধ্যক্ষ সুজায়েত আলী একজন ভাষা সৈনিক ছিলেন। ভাষা আন্দোলন তার অবদান চিরস্মরণীয়। তৎকালীন সময় শিক্ষা বিস্তারে আশেক মাহমুদ কলেজ প্রতিষ্ঠাকরণে তার জোরালো ভূমিকা ছিল। ভাল মানুষ ও শিক্ষিত সমাজ গঠনে তার অগ্রণী ভূমিকা ছিল। সমাজ সেবায় তিনি আমৃত্যু কাজ করে গেছেন। অনুষ্ঠানের মাঝে অধ্যক্ষ সুজায়েত আলী স্মৃতি পরিষদের পক্ষ থেকে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও ৩শ দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments