Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

জামালপুরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

নিজেস্ব প্রতিবেদক : ১৩ মার্চ জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে ভাষা সৈনিক চিরকুমার কয়েস উদ্দিন সরকার ও সাত উপজেলার সাতজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সোমবার বিকেলে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে শহরের তমালতলা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরাতন শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩মার্চ জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ আমির উদ্দিনের সভাপতিত্বে ও কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ারের উপদেষ্টা মোনালিসা শাহরিন সুস্মিতা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইনজীবী ইসমত পাশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, কবি আলী জহির, পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, পতাকা উদযাপন পরিষদের অন্যতম কর্মকর্তা শাফি আল ঋভু, আইনজীবী ইউসুফ আলী, সাংস্কৃতিক কর্মী তারিকুল ফেরদৌস, মোখলেছুর রহমান, মোহাম্মদ আলী ফকির প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৩ মার্চ জামালপুর শহরের গৌরীপুর কাচারি মাঠে বিশাল ছাত্রসমাবেশে ছাত্রসংগ্রাম পরিষদের নেতা ও আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু জামালপুরে প্রথম বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন। ওই সমাবেশের মধ্য দিয়েই জামালপুরে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। মুক্তিযুদ্ধের পর আব্দুল মতিন মিয়া হিরু পরবর্তীতে টাঙ্গাইল-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালের ৫মে তিনি মৃত্যুবরণ করেন। আলোচনা সভা শেষে জামালপুরের ভাষাসৈনিক চিরকুমার কয়েস উদ্দীন সরকারকে সম্মাননা প্রদান করে ফাউন্ডেন কর্মকর্তাবৃন্দ। পরে জেলার প্রতিটি উপজেলার ৭ বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। সম্মাননা পেলেন যারা, দেওয়ানগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মাদারগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সামিউল হক, মেলান্দহের বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বকশিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী, ইসলামপুরের বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জামালপুর সদরের বীর মুক্তিযোদ্ধা রফেত উল্লাহ ও সরিষাবাড়ির বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এছাড়াও পতাকা উত্তোলণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, জ্ঞান-জিজ্ঞাসা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments