জামালপুরে ভিক্ষুক মুক্ত গড়ার প্রত্যয়ে উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান

এম.এ রফিক : জামালপুর সদর উপজেলাকে ভিক্ষুক মুক্ত গড়ার প্রত্যয়ে উপকারভোগীদের মাঝে গতকাল উপজেলা সমাজসেবার মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক, মেষ্টা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজমুল হক বাবু, ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়াসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ। জানা যায় ভিক্ষুকমুক্ত জামালপুর সদর গড়ার প্রত্যয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে আয়বর্ধনকারী সামগ্রী বিতরণ করা হয়। এতে সদর উপজেলার ৯জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়।