জামালপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এক ইজিবাইক চালক ও একজন আরোহীকে রাস্তা থেকে ধরে নিয়ে চক্রের নারী সদস্য দিয়ে অশ্লীল ছবি ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইজিবাইক চালক মোখলেছুর রহমান একজন আরোহী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ব্যাম্বো গার্ডেনের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্বাধীন ও শাহাবুদ্দিন নামের দুই প্রতারকের নেতৃত্বে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী একটি দল তাদের আটক করে। পরে তাদের শহরের শেখের ভিটা এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিন তলার একটি কক্ষে তাদের আটকে রেখে নগ্ন করে চক্রের এক নারী সদস্য দিয়ে জোরপূর্বক মোবাইল ফোনে ছবি তোলা হয়।
পরে তাদের স্বজনদের কাছে মোবাইলে ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করে। এক ঘণ্টারর মধ্যে বিকাশে টাকা না পাঠালে ওইসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেওয়া হয়। এরপর বাধ্য হয়ে তারা স্বজনদের ফোন করে বিকাশে ৫ হাজার টাকা এনে দেন।
চাহিদা মতো টাকা না পেয়ে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তাদের নিয়ে যায় শহরের পিটিআই মোড়ে। সেখানে গিয়ে প্রতারক চক্র ইজিবাইকের পাঁচটি ব্যাটারি বিক্রির চেষ্টা করে।
এ সময় ইজিবাইক চালকের ডাক-চিৎকারে টহলরত পুলিশ গিয়ে প্রতারক চক্রের দুই সদস্য শাহাবুদ্দিন ও স্বাধীনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের কাছ থেকে ইজিবাইক ও ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ডিবি পবিচয় দেওয়া দুই প্রতারক স্বাধীন ও শাহবুদ্দিনের বাড়ি শহরের ফুলবাড়ি এলাকায়। তারা বিভিন্ন সময়ে ডিবি পরিচয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। এ ঘটনায় জামালপুর থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, এ প্রতারক চক্র দেশের বিভিন্ন স্থানে প্রতারনা করে মানুষের কাছে থেকে টাকা হাতিয়ে নিতো। আইন শৃঙ্খলাবাহিনী এ ব্যাপারে সব সময় তৎপর এবং এই প্রতারকদের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।