জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও চরবাণী পাকুরিয়া ইউনিয়নের এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের ভূমি কার্যালয়ের পাশে মহিরাকুল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।মানববন্ধনে বক্তব্য দেন চরবাণী পাকুরিয়া ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, আলমগীর হোসেন, মুক্তা বেগম প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ, অনিয়ম ও দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। ন্যূনতম ২০ হাজার টাকা ছাড়া কোনো জমির খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা ছানাউল ইসলাম। কাগজপত্রে একটু ত্রুটি থাকলে তিনি ১ লাখ থেকে ২ লাখ টাকা আদায় করেন। টাকা না দিলে এই ইউনিয়ন ভূমি কর্মকর্তা কোনো কাজ করেন না এবং কাগজপত্র আলমারিতে তালাবদ্ধ করে রেখে দেন। জমি খারিজ করতে গেলে দরজা বন্ধ করে ঘুষ নেন।২০০ টাকার খাজনার জন্য তিনি পাঁচ হাজার টাকা নিয়ে থাকেন। ভূমি কর্মকর্তা ছানাউল-কে অপসারণ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান এলাকাবাসী।মানববন্ধনে ভুক্তভোগী মুক্তা বেগম বলেন, ‘ভূমি কর্মকর্তা ছানাউল আমার কাছ থেকে ৬ হাজার টাকা নিয়েছে। টাকা নেওয়ার পর আমার সঙ্গে আর কথা বলে না। আমি কথা বলতে গেলে খারাপ ব্যবহার করে। পরে ইউএনওর কাছ থেকে খারিজের কাগজ নিয়েছি।’
আসমত আলী নামে একজন বলেন, ‘আমি ৫-৬ দিন থেকে ঘুরছি। ছানাউলের কাছেই যাওয়া যায় না। কষ্ট করে এর আগে একটা দাখিলি করেছি যেটাতে ১৪৪ টাকার জায়গায় আমার কাছ থেকে নিয়েছে ১৩শ টাকা।’
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’