জামালপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে জেলা সমন্বয় কমিটির সভা

এম.এফ.এ মাকাম : জামালপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে জেলা নির্বাচন অফিস কার্যালয় জামালপুরের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৌসুমী খানম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ আরো অনেকে। এ সময় বক্তারা ভোটার তালিকা হালনাগাদ করে, নতুন ভোটার অন্তর্ভুক্তি করুন, মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার পাশাপাশি এলাকা স্থানান্তরিত হলে ঠিকানা পরিবর্তনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সঠিক ভাবে গ্রহণ করে নাগরিকের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহবান জানান।