এম.এ রফিক: জামালপুরে ব্রহ্মপুত্র নদ হতে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এই চক্রের হাত থেকে নদীকে রক্ষায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসনের মাধ্যমে রোববার অবৈধ বালু উত্তোলন বন্ধে সদর উপজেলার ছনকান্দা, শরীফপুর ও বানারপাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকতউল্লাহ। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন, ১টি ভেকুসহ বিপুল পরিমাণ বিনষ্ট করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।