এম.এ.রফিক:
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা না মানায় জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। সদর উপজেলার কেন্দুয়া বাজার, হাজীপুর বাজার, কামালখান বাজার, দিগপাইত সহ বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তিনটি মামলায় ২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, সরকার ঘোষিত লকডাউনে জীবন বিপন্নকারী রোগের (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধ করার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। যা অব্যাহত থাকবে। সেই সাথে সকলকেই সরকারী নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। মাস্ক ছাড়া কেউ বাইরে বের হবেন না। আমরা সচেতন হলেই করোনা প্রতিরোধ করতে পারবো। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সহকারী মাহমুদুল হাসান সজিব, সদর থানা পুলিশ, আনসার সদস্য সহ বিভিন্ন কর্মকর্তাগণ।