নিজস্ব প্রতিনিধি : জামালপুর জেলা শ্রমিক দলের আয়োজনে মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে শহরের শফি মিয়ার বাজারে অবস্থিত বিএনপির অফিসের সামনে থেকে র্যালী বের হয়। র্যালীটি সকাল বাজারের সামনে গিয়ে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবাহান। সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বসাক। এ সময় তারা শ্রমিকের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং সকল নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।