Sunday, September 24, 2023
Homeজামালপুরজামালপুরে মহান শহীদ দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

জামালপুরে মহান শহীদ দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করে জামালপুর পৌর আওয়ামী লীগ।

পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এতে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা শ্রমিকলীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভির আহমেদ, জেলা যুব মহিলালীগের সভাপতি ফারহানা সোমা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মামুন অর রশিদ স্বপন সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশা, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাত্পর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, আবু জাফর শিশা, জিএসএম মিজানুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, সোহরাব হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, সদস্য সরোয়ার হোসেন শান্ত, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা তাঁতিলীগের আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন রুকু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমিসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments