Sunday, June 11, 2023
Homeজামালপুরজামালপুরে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ

জামালপুরে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচীর আয়োজন করে করেছে জেলা মহিলা দল।
জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা বেগম রুবীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সরকার মেগা প্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিচ্ছে। ঋণের টাকায় দেশের উন্নয়ন করার কথা, কিন্তু দেশের উন্নয়নের পরিবর্তে সেই টাকা লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার অধীনে এদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানান নেতারা। পরে দুই শতাধিক অসহায় দরিদ্র মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments