নিজস্ব সংবাদদাতা : নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজফফর হোসেন, যায়যায় দিন ইউসুফ আলী, এস এ টিভি ফজলে ইলাহী মাকাম, ডিবিসি নিউজ প্রতিনিধি শুভ্র মেহেদী, যমুনা টিভির প্রতিনিধি শোয়েব হোসেন, দিপ্ত টিভি তানভীর আহামেদ হীরা, মাই টিভির জেলা প্রতিনিধি শামীম আলমসহ আরো অনেকেই। বক্তারা বলেন, মাইটিভি দীর্ঘ ১৪ বছরের সম্প্রচারে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মাইটিভি সব সময় বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ প্রচারে একধাপ এগিয়ে। মাইটিভি জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখবে, মাইটিভি পরিবারের সার্বিক সফলতা কামনা করেন। পরে কেক কাটা হয়।