Tuesday, March 21, 2023
Homeজামালপুরজামালপুরে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন

জামালপুরে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ।
গত বুধবার ১ ফেব্র“য়ারি প্রথম প্রহরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্যপাঠ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন শেষে দলের নেতাকর্মীদের নিয়ে শপথ বাক্যপাঠ করান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কাকলি, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম সহ জেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments