Thursday, March 23, 2023
Homeজামালপুরজামালপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

জামালপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

জামালপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান লিটন, কোষাধ্যক্ষ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক কাউসার আহমেদ কাজল, ক্রীড়া সম্পাদক শিবলী নোমান ইদ্রিস, তথ্য ও গবেষনা সম্পাদক শফিউল্লাহ আলম রাজু, শিল্প বিষয়ক সম্পাদক সাহিদ হোসেন রাজু, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগে বলেন, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনীকে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। অবিলম্বে তাদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments