তানভীর আহমেদ হীরা:
জামালপুরে ধর্র্ষণের ও যৌন নির্যাতনসহ সকল সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ২৫জানুয়ারী বিকেলে শহরের দয়ময়ী চত্তরে বিভিন্ন সংগঠনের আয়োজনে যৌন আক্রমন আর না ! ধর্র্ষণ ও যৌন নির্যাতনসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘন্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় তরঙ্গ মহিলা সংস্থা,স্বনির্ভও নারী কল্যাণ সমিতি, আমরাই পারি জেলা জোট, নারী সংগঠন সমূহের জাতীয় নেটওর্য়াক ফাউন্ডেশন দুর্বার ও সমমনা এনজিও সমূহ ও নারী সংগঠন অংশগ্রহন করে । উক্ত সমাবেশে রাসেল মিয়ার সঞ্চালনায় তরঙ্গ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শামিমা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন , গনচেতনার কর্মকর্তা ফাতেমা নার্গিস, জাতীয় নেটওর্য়াক দুর্বারের সাজেদা পারভিন ঝিনুক,সাংবাদিক ও সমাজ সেবক তানভীর আহমেদ হীরা ,আমরা পারি সংগঠনের সদস্য সোহেল রহমান , তারিকুল ফেরদৌর, প্রকল্প কর্মকর্তা তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা মঞ্জুরুল হক পাঠান প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধর্ষণের বিচার হীনতার সংস্কৃতি চলছে তাই ধর্ষনের মত জঘন্যতম কাজ বেড়েই চলছে । একটি ধর্ষনের বিচারের রায় র্কাযকরি হলে মানুষ রুপী পশুরা আর এধরের কাজ করতে সাহস পেতনা । বক্তব্যে আরো বলেন, আমরা শুধুমাত্র পুরুষ দ্বারা নারীর উপর সংহিসতার প্রতিবাদ করছি না : আমরা ঐ সংস্কৃতি ও চর্চারও প্রতিবাদ করছি, যা এই সংহিসতার জন্ম দেয়, ললালন করে এবং এর প্রসার ঘটায় তাদেও বিরুদ্ধে আমরা লড়ছি।