Friday, March 31, 2023
Homeজামালপুরজামালপুরে রক্তের বন্ধনের এক যুগ পূর্তি

জামালপুরে রক্তের বন্ধনের এক যুগ পূর্তি

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে রক্তের বন্ধন।
রক্তের বন্ধনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, শিক্ষক সংসদের সম্পাদক শাকের আহমেদ চৌধুরী, রক্তের বন্ধনের উপদেষ্টা আতিকুর রহমান সুমন, ওয়াহিদুজ্জামান রবিন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি আবুল কালাম আজাদ, ইব্রাহিম হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহয়িরা আলম আসাদ, কোষাধক্ষ্য নাহিদ ম-ল, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, আশেক মাহমুদ কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা সাব্বির আহমেদ, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি সোলাইমান কবির সেলিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামপুর শাখার সাধারণ সম্পাদক জিহাদ ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, রক্তের বন্ধন গত এক যুগে ১০ হাজার ব্যাগের অধিক রক্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে ও স্বেচ্ছায় দান করেছে। এছাড়াও ইসলামপুর শাখা ৭শ ও ঝাউগড়া শাখা সাড়ে ৩শ ব্যাগের অধিক রক্তদান করেছে। সংগঠনটি অসহায় মুমূর্ষু মানুষের সেবায় রক্তদানের পাশাপাশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করে যাচ্ছে। পরে অতিথিরা সবাইকে নিয়ে যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ সভাপতি হামিদুল হক সীমান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments