জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি।
সোমবার (১ আগস্ট) দুপুরে উদ্বোধন উপলক্ষে পরিষদের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান খন্দকার মো. ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জুর রাফি আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিএসসি, ইউনিয়ন পরিষদের সচিব ফজলুল করিম, প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আশিক ইকবাল শ্যামল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাকিল প্রমুখ।
জানা গেছে, ১ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা ব্যয়ে রশিদপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে জামালপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।