নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহিমা-মোজাফফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রবিবার স্কুল মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আছমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, সাবেক দফতর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আক্তার বাবু, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান তালুকদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,
অভিভাবক,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।