আসমাউল আসিফ : জামালপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর দুপুরে জামালপুর জেলা বিএনপি এই কর্মসুচির আয়োজন করে।
শহরের ফৌজদারি মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শহরের প্রধান সড়কের দুইপাশের বিভিন্ন প্রতিষ্ঠান, পথচারী, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসুচিতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা কোনো দলীয় ইশতেহার নয়, এটি জাতির প্রত্যাশা। ৩১ দফা বাস্তবায়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিবে।
জামালপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ
