এম.এ.রফিক :
রোটারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩২৮১ কর্তৃক আয়োজিত জামালপুর রোটারী ক্লাবের উদ্যোগে গত ২ আগস্ট রোববার অসহায় বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ভালোবাসা হিসেবে এান সামগ্রী ও কুরবানির মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব এর গভর্নর (২০২১-২২) ব্যারিস্টার মুতাসীম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জামালপুৃর রোটারী ক্লাবের সম্মানিত সদস্য আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও সাবেক প্রেসিডেন্ট এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, প্রেসিডেন্ট ইলেক্ট্র সুদিপ দে মিঠু, সাবেক প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুল গনি, সাবেক প্রেসিডেন্ট এড. আব্দুল করিম, সাবেক প্রেসিডেন্ট এড. মোঃ আকরাম হোসেন, সাবেক প্রেসিডেন্ট ভবতুশ কুমার বিশ্বাস, ঢাকা ফোর্ড এর কোষাধ্যক্ষ মিতালী রৌশন, সাবেক সেক্রেটারী জুরান আলী ও সহ সেক্রেটারী আব্দুল আহাদ স্বাধীন। সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব জামালপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাফি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, রোটারি ক্লাব জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এর পরিচালক এবং সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান বাপ্পী।