এম.এ.রফিক:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোছাঃ শাহিদা খাতুনকে গতকাল বুধবার তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এর আগেও গত ২৩শে জুন শাহিদা খাতুনের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা প্রদান করেছেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। গত বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে শাহিদা খাতুনের মা পুলিশ সুপারের কাছ থেকে নগদ অর্থ সহায়তা গ্রহণ করেন। উল্লেখ্য, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জামালপুরে যোগদান করার পর থেকে আর্থিকভাবে অস্বচ্ছল, প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।