জামালপুরের দেওয়ানগঞ্জে এক প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের নাম মাহামুদুল হাসান মজিদ।তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের আজিজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফার নিকট লিখিত আবেদন দেওয়া হয়েছে। আবেদনে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়।
এদিকে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সহকারী শিক্ষা অফিসারের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা ঘটনা তদন্ত করছেন।
বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।