নিজস্ব প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগমের অকাল মৃত্যুতে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় উপস্তিত ছিলেন জামালপুর সদর ৫-আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।