জামালপুরে শিশুদের কল্যাণে উপদেষ্টা কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা ; শিশুদের সর্বোত্তম সুরক্ষা ও কল্যাণে জামালপুর সদর উপজেলা উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা।
জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীনের সঞ্চালনায় সভায় অন্যান্য মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, জামালপুর এপির স্পন্সরশিপ অফিসার উজ্জ্বল পেট্রিক কোরাইয়া।
বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর সার্বিক কারিগরী সহায়তায় শিশুদের অংশগ্রহণে অর্পাকে আহ্বায়ক ও জিসানকে সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের আগে ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়। কমিটির সদস্যরা হলেন জাহাঙ্গীর সেলিম, মোর্শেদ ইকবাল, অর্পা, সালমা ও মো. হেলাল উদ্দিন। প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি ১৯ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন।
সদর উপজেলা ১৫টি ইউনিয়ন ও জামালপুর পৌরসভা থেকে আগত অর্ধশতাধীক শিশু, কিশোরদের মধ্য থেকে সকলের সম্মতির ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন জামালপুর পৌরসভা থেকে অর্পা ও মেহেদী, ঘোড়াধাপের অনিকা, রানাগাছার নিহা, শাহবাজপুরের সিয়াম, বাঁশচড়ার নাফিয়া আনজুম ও মাহমুদ হাসান, তিতপল্লার রিমি আক্তার, মেষ্টার জান্নাতুন নাহার দিপ্তি, দিগপাইতের জামিলা জান্নাত, রশিদপুরের আজমেরী ও পরান, কেন্দুয়ার সায়মা, শ্রীপুরের লামিয়া, নরুন্দির তামিম, ইটাইলের রবিউল হাসান, তুলশীপুরের রুনু রোভা ধরনী, শরিফপুরের জিসান এবং লক্ষিরচরের সাদিয়া।
তিনমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আয়োজক সূত্র জানায়। কমিটির মেয়াদ হবে সর্বোচ্চ দুই বছর। ১১ থেকে ১৭ বছর বয়সী ছেলে,মেয়েরা এ কমিটির সদস্য সদস্য হিসেবে নির্বাচিত হয়। এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, শিশু নির্যাতন বন্ধ করা, পড়ালেখার পাশাপাশি শিশুদের সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজকর্ম, প্লাস্টিক, পলিথিন বর্জনসহ ইতিবাচক কাজে সচেতনতা সৃষ্টিতে অবসর সময়গুলোতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।