Thursday, September 28, 2023
Homeজামালপুরজামালপুরে শিশু পরিবারে স্মরণ সভা ও দোয়া মাহফিল-

জামালপুরে শিশু পরিবারে স্মরণ সভা ও দোয়া মাহফিল-

সরকারি শিশু পরিবার বালক, জামালপুরের সাবেক নিবাসি আসাদ কারীর অকাল মৃত্যুতে তার স্মৃতিচারনে পবিত্র মাহে রমজানের তাৎপর্যপূর্ণ এ দিনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায় বলেন যে গতবছর আমাদের এই ছেলেকে আমরা মেধাবৃত্তি দিয়েছি। সময় কত নিষ্ঠুর এক আকস্মিক সড়ক দুর্ঘটনা স্বপ্নকে দুস্বপ্ন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাবেক নিবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করুক। প্রথমেই ধন্যবাদ জানাই সদর সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন কে অনেক শ্রম আর ভালোবাসা দিয়ে আয়োজনটা সফল করেছেন। ধন্যবাদ জানাই আমার সহকর্মী ও নিবাসীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আসাদের মা। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ইলিয়াস মল্লিক, সহকারী পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, শেরপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা আব্দুস সালাম, শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা তমিজউদদীন। অত্র প্রতিষ্ঠানের হুজুর, সহকর্মীবৃন্দ, সাবেক ও বর্তমান নিবাসীরা সক্রিয় ভাবে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments