জামালপুরে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতাদের সাথে এপির আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা : মা, নবজাতক এবং শিশুদের সর্বোত্তম সুরক্ষায় জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মাদ আলী জিন্নাহ।
মঙ্গলবার শহরের ফুলবাড়িয়ায় হোটেল আশার আলোর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর পৌরসভার রশিদপুর জামে মসজিদের ইমাম মো. নজরুল ইসলাম, উন্নয়ন সংঘের এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ প্রমুখ। সভায় জামালপুর পৌরসভা, শরিফপুর ও লক্ষিরচর ইউনিয়নের ৬৯ জন ধর্মীয় ও সমাজ নেতারা অংশ নেন। সভায় গর্ভবতী ও প্রসুতি মায়ের প্রয়োজনীয় পরীক্ষা, নিরীক্ষা, যতœ এবং কুসংস্কারমুক্ত ধর্মীয় দৃষ্টভঙ্গিতে তাদের সর্বোত্তম সেবার কথা উল্লেখ করা হয়। হাদিছ, কোরআনের আলোকে মা, নবজাতকের যতেœর ব্যপারে স্পষ্ট নির্দেশনা মেনে চলার জন্য প্রতিটি পরিবারের প্রধান বা অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি বাল্যবিয়ে, শিশু নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়। উল্লেখিত বিষয়গুলোর ওপর খুৎবার আগে গুরুত্বের সাথে তুলে ধরার জন্য ইমামদের প্রতি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আহ্বান জানান। সভায় তথ্য-প্রযুক্তির অপব্যবহার, মাদক, দুর্নীতিবিরোধী আলোচনাসহ সমাজের সকল প্রকার অসঙ্গতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ধর্মীয় নেতারা অভিমত ব্যক্ত করেন।