নিজস্ব সংবাদদাতা : জামালপুরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামালপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এ বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় টেকনিক্যাল স্কুল ও কলেজে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার মো. আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফার্ম মেসিনারীর বিভাগীয় প্রধান, চীপ ইনস্ট্রাক্টর ও প্রোগ্রাম ম্যানেজার এ কে এম ফজলুর রহমান। আরিয়ানা সুক্তির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, টিভিইটির স্পেশালিষ্ট লিগায়া দুমাওয়াং প্রমুখ। অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের “স্কিলস-২১” প্রকল্প।