জামালপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি-ইন্ডিপেন্ডেন্ট ও ভোরের কাগজের প্রতিনিধি দুলাল হোসাইনের স্মরণ সভা ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্ব এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, এফবিসিসিআইয়ের পরিচালক-জেসিসিআইয়ের সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম রেজনু সিআইপি ও জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক সুরুজ্জামান, সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, কালের কন্ঠ পত্রিকার জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু । অনুষ্ঠান গ্রন্থনা করেন- জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমা। স্মরণ সভায় সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।