নিজস্ব সংবাদদাতা:
জামালপুর ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের সাজাপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজ থেকে বরখাস্তের দাবিতে সড়ক অবরোধ, মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ৬মার্চ দুপুরে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সদর উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেনকে অপসারণের দাবিতে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধসহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য একেএম আজাদ, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি খাইরুল বাশার, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাজাহান, ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আসাদ আকন্দ প্রমুখ।
উলেখ্য ২০০৮ সালে ওই কলেজের শিক্ষক পদন্নোতির জন্য অধ্যক্ষ মোফাজ্জল হোসেন একই কলেজের উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেনসহ ৩ জন শিক্ষকের কাছ থেকে ঘুষ নেন। পরবর্তীতে কাজটি না করে দেয়ায় উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেন ২০০৮ সালে জামালপুর সদর থানায় অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ ও চাদাঁবাজির মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত গত ২৪ ফেব্র“য়ারি অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেনকে দুই বছরের সশ্রম কারাদন্ডসহ ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন। রায় ঘোষণার সময় অধ্যক্ষ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়।