জামালপুরের বকশিগঞ্জে সাপের কামড়ে জাহাঙ্গীর হাসান (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের দক্ষিণ মেরুর চর এলাকায় ধানক্ষেতে পানি দেয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হাসান ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও দেওয়ানগঞ্জ আব্দুল খালেক মেমোরিয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধানক্ষেতে পানি দিতে যায় শিক্ষার্থী জাহাঙ্গীর হাসান। ধানক্ষেতে পানি দিতে গিয়ে তাকে বিষধর সাপে কামড় দেয়। প্রথমেই তাকে ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।